তিস্তার পানি বিপৎসীমার ১০ সে.মি ওপরে

0
134
তিস্তার পানি

উজানের ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইসগেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শুক্রবার সকাল থেকেই নদীর পানি বাড়তে শুরু করে। ওই সন্ধ্যা ৬টায় তা বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শনিবার সকালে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শাক-সবজি ও রোপা আমনের খেত।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পানি বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি আরও বাড়তে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.