তিন দিনেই নেটফ্লিক্সের তালিকার শীর্ষে

0
173
১২ মে মুক্তিপ্রাপ্ত সিরিজটি ৩১ মিলিয়ন ঘণ্টার বেশি সময় ধরে দেখা হয়েছে

মুক্তির মাত্র তিন দিনের ব্যবধানে নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের বৈশ্বিক তালিকার শীর্ষে উঠেছে দক্ষিণ কোরিয়ার বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘ব্ল্যাক লাইট’। ১২ মে মুক্তিপ্রাপ্ত সিরিজটি ৩১ মিলিয়ন ঘণ্টার বেশি সময় ধরে দেখা হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

বৈশ্বিক তালিকার পাশাপাশি মেক্সিকো, পেরু, ফিনল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, মিসর, সৌদি আরবসহ ৬৫ দেশে সিরিজটি নেটফ্লিক্সের শীর্ষ দশের তালিকায় রয়েছে।
দক্ষিণ কোরিয়ার লেখক লি ইয়ুন গিয়োনের একই নামে প্রকাশিত কমিক সিরিজ অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন চো ওই সোক। এতে ২০৭১ সালের এক কল্পিত দুনিয়াকে তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যাবে, মারাত্মক বায়ুদূষণের কবলে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়ে, বের হলেও অক্সিজেন মাস্ক পরতে হয়।

সিরিজে একজন ডেলিভারি ম্যান চরিত্রে অভিনয় করেছেন কিম ও বিন
সিরিজে একজন ডেলিভারি ম্যান চরিত্রে অভিনয় করেছেন কিম ও বিনছবি: নেটফ্লিক্স

সিরিজে একজন ডেলিভারি ম্যান চরিত্রে অভিনয় করেছেন কিম ও বিন; আরও আছেন কং ইউ সোক, সং সিউং হিউন, এসোম প্রমুখ।
নেটফ্লিক্সের তালিকায় ‘ব্ল্যাক লাইট’–এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক কোরিয়ান সিরিজ ‘ডক্টর ছা’। এতে একজন চিকিৎসকের পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। সিরিজটি মুক্তি পেয়েছে ১৫ এপ্রিল।

সম্প্রতি কোরিয়ান সিরিজের মধ্যে ‘দ্য গ্লোরি’সহ বেশ কয়েকটি সিরিজ নেটফ্লিক্সের তালিকায় জায়গা করে নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.