ঢাকায় সংঘর্ষ: পুলিশের ৩ মামলায় বিএনপির সাড়ে ৫০০ নেতাকর্মী আসামি

0
157
মঙ্গলবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তোলা ছবি

রাজধানীর ধানমন্ডি ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় নিউমার্কেট ও ধানমণ্ডি থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ ও নাশকতার অভিযোগ তুলে পুলিশ বাদী হয়ে করা এসব মামলায় বিএনপির প্রায় সাড়ে ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু জানান, পুলিশের ওপর হামলার অভিযোগ এনে উপপরিদর্শক সবুজ মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ধানমণ্ডি থানায় দুটি মামলা হয়েছে।

ধানমন্ডি থানার ওসি ইকরামুল হক মিয়া বলেন, দুই মামলাতেই ৫২ জনের নাম রয়েছে, এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। তাদেরকে বুধবার ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে। এ সময়ে একটি বিআরটিসি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচার গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.