ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক

0
84
হাথুরুসিংহে ও মুশতাক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সাকিব-মিরাজদের দায়িত্ব নিতে ঢাকায় পা রেখেছেন এই পাকিস্তানি কিংবদন্তি।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছেছেন মুশতাক। অন্যদিকে এর আগের দিন রোববার রাতে বাংলাদেশে চলে এসেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

জানা গেছে, আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পিনারদের সাথে কাজ করবেন মুশতাক। অভিজ্ঞ এই কোচ এর আগে ইংল্যান্ড, পাকিস্তানসহ বেশ কিছু দলে কাজ করেছেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পা রেখেছেন মুশতাক।

এ ছাড়া জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বাংলাদেশে চলে এসেছেন। মাঝে তার আসা না আসা নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হলেও বিসিবি বরাবরই বলেছে এখানে কোনো ধোঁয়াশা নেই। সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে তাই বাংলাদেশে চলে এসেছেন হাথুরু। সবকিছু ঠিক থাকলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনিই।

এর আগে জরুরি কারণে শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথে হাথুরুকে ছুটি দেয় বিসিবি। ছুটি পেয়ে অস্ট্রেলিয়াতে ফিরে যান হাথুরু। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় নিক পোথাসকে।

আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও পরের দুই ম্যাচ হবে মিরপুরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.