অভিযোগপত্রে নুরুলকে পলাতক দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে পুলিশ।
মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হবে বলে আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
নুরুলের বিরুদ্ধে ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি।
মামলায় নুরুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ১৪ এপ্রিল নুরুল তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রচার করেন। তিনি ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। তিনি ধর্মীয় মূল্যবোধে আঘাত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেন।