শুরু থেকেই দুর্দান্ত খেলা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৫৫তম ওভারে মার্ক এডায়ারকে বাউন্ডারি মেরেই তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন মুশফিক। সেঞ্চুরি ছুঁতে মুশফিক খেলেছেন ১৩৫ বল, তার সেঞ্চুরিটি সাজানো এক ছক্কা ও ১৩টি বাউন্ডারিতে।
মুশফিকের ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। আর দ্রুততম সেঞ্চুরি হয়ে আছে ২০১০ সালে ভারতের বিপক্ষে করা ৮৮.৫৯ স্ট্রাইক রেটের প্রথম টেস্ট সেঞ্চুরিটিই। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালের ১৫ মে নবম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি করেছিলেন হার না ১৭৫ রান। দশম সেঞ্চুরি পেতে তাকে এক বছর অপেক্ষা করতে হয়েছে। তবে এর মধ্যে টাইগারদের খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি।
মুশির সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে তাইজুলের স্পিন ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।