জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত ৪, সন্দেহভাজন আটক

0
155
জাপানে এ ধরনের বন্দুক ও ছুরি হামলার ঘটনা খুব একটা দেখা যায় না

জাপানে বন্দুক ও ছুরি হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে জাপানের নাগানো অঞ্চলের নাকানো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় এক প্রবীণ নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান।

আজ শুক্রবার সকালে জাপান পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ভোর সাড়ে ৪টা নাগাদ ওই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

সন্দেহভাজন হামলাকারী ওই শহরের একটি ভবনে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশ।

জাপানে এ ধরনের বন্দুক ও ছুরি হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। এমনকি দেশটিতে হত্যার ঘটনাও খুব কম ঘটে। বিশ্বের যেসব দেশে খুবই কঠিন বন্দুক আইন রয়েছে, জাপান তার একটি।

দেশটির কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর ওই সন্দেহভাজন কয়েক ঘণ্টা ধরে যে বাড়িতে লুকিয়ে ছিলেন, সেটার মালিক তাঁর বাবা। তিনি (সন্দেহভাজন হামলাকারীর বাবা) নাকানো সিটি অ্যাসেম্বলির স্পিকার।

তবে এ হামলা কেন চালানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.