জরুরি বৈঠক ডাকতে ওআইসির প্রতি ইরানের আহ্বান

0
133

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই বেড়ে যাওয়ায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ইরান। সোমবার ইরানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনার জন্য ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় হামাসকে সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। একই সঙ্গে ইসরায়েল-হামাসের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে হামলা চালালে তার ফল ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে।

নাসের কানানি বলেন, চলমান পরিস্থিতিতে কেউ যদি ইরানকে হুমকি দেয় তাহলে এমন বোকামির জন্য ভয়াবহ জবাব দেওয়া হবে।

এ দিকে হামাসের বিমান হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। ফলে বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। তাদের ওই হামলায় ইসরায়েলের সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৭৫১ মানুষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.