চা বিরতির ঠিক আগে ৫ বলে ২ উইকেট

0
141
আউট হয়ে ফিরছেন মাহমুদুল হাসান

৫২ ওভারে ২ উইকেটে ১৮০ রান। উইকেটে মাহমুদুল হাসান অপরাজিত ৮২ রানে আর মুমিনুল হক ৩৭ রানে। প্রথম সেশনের চেয়ে দ্বিতীয় সেশনটা বাংলাদেশের তাহলে আরও ভালো হতে যাচ্ছিল? কিন্তু চিত্রটা বদলে গেছে চা বিরতির ঠিক আগে মাত্র পাঁচ বলের মধ্যে।

প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বড় ইনিংস খেলতে পারেননি মুমিনুল। গ্লেন ফিলিপসের বলে কাট খেলতে গিয়ে ৩৭ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তিন বল পরই মাহমুদুল ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধির বলে ৮৬ রান করে। ২ উইকেট ১০৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ তুলেছে ৪ উইকেট ১৮৫ রান ।

এমনিতেই মুমিনুলের প্রিয় প্রতিপক্ষের একটি নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে এর আগে ৭ টেস্টের ১৪ ইনিংসে তাঁর শতক আছে দুটি ও ফিফটি দুটি। গড় ৫৮.৭৩। দেশের মাটিতে তো কিউইদের বিপক্ষে তিনি আরও ভয়ংকর।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা দুই টেস্টেই শতক আছে তাঁর। আজকে যখন ব্যাটিং করতে নেমেছেন, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ১৮৮। তবে প্রথম ইনিংস পর আজ সেটা নেমে এসেছে ১৩৭–এ। আউট হওয়ার আগে মাহমুদুলের সঙ্গে মিলে মুমিনুল গড়েছিলেন ৮৮ রানের জুটি।

মুমিনুলের বিদায়ে ভাঙে ৮৮ রানের জুটি
মুমিনুলের বিদায়ে ভাঙে ৮৮ রানের জুটি

মাহমুদুলেরও প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠেছে এই নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত দুই ইনিংসে খেলে দুটোতেই অর্ধশতক পেয়েছেন। আগের ইনিংসটি সেই ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্টে।

২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে সেই টেস্টে বাংলাদেশকে জেতানোর পথে মাহমুদুলের ভূমিকা ছিল অনেক। কঠিন কন্ডিশনে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে আজ একটা অতৃপ্তি থেকে যাওয়ার কথা মাহমুদুলের। আউট হয়েছেন শতক থেকে ১৪ রান দূরে। সর্বশেষ টেস্টেও কাছে গিয়ে শতক পাননি। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৬ রান।

বিরতির পর দুই প্রান্তে পেস-স্পিনের মিশেলে বোলিং শুরু করেছিল নিউজিল্যান্ড। এক প্রান্তে কাইল জেমিসন, অন্য প্রান্তে এজাজ প্যাটেল। নিল ওয়গানারকে টপকে একাদশে সুযোগ পাওয়া জেমিসন সাউদিকে উইকেট এনে দিতে পারেননি। পারেননি প্যাটেলেও।

৪৭ রানের অপরাজিত থাকা মাহমুদুল প্যাটেলের বলে চার মেরে পঞ্চাশে পৌঁছান। টেস্টে এটি মাহমুদুলের চতুর্থ অর্ধশতক। ১০ টেস্টের ক্যারিয়ারে শতক আছে একটি। সেটা ডারবানে, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অর্ধশতকের পর মাহমুদুল
অর্ধশতকের পর মাহমুদুলছবি: শামসুল হক

আজ মুমিনুল আউট হওয়ার আগেও পেয়েছেন ভাগ্যের ছোঁয়া। সাউদির অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে ক্যাচ দিয়েছিলেন মুমিনুল। ব‍্যাটের কানা ছুঁয়ে দ্রুত গতিতে স্লিপে চলে যাওয়া বলে হাত ছোঁয়ালেও ক‍্যাচ নিতে পারেননি মিচেল।

এর আগেও একবার ব‍্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল বল। তবে সেবার স্লিপ আর কিপারের মাঝ দিয়ে যাওয়ায় তেমন কোনো বিপদে পড়তে হয়নি মুমিনুল হককে। ফিলিপসের বলে ইনসাইড এজ হয়ে একটুর জন্য বেঁচে যান। অবশ্য পরের বলেই আউট হন সেই ফিলিপসের বলেই।

দুই সেট ব্যাটসম্যানের বিদায়ে ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম (১*) ও অভিষিক্ত শাহাদত হোসেন (০*)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.