ঘূর্ণিঝড় ‘হামুন’র তাণ্ডবে লণ্ডভণ্ড কক্সবাজার, নিহত ১

0
175
ঘূর্ণিঝড় হামুনের কারণে সৃষ্ট ঝড়ো বাতাসে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় হামুনের কারণে সৃষ্ট ঝড়ো বাতাসে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে মঙ্গলবার রাত ৮টা থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো কক্সবাজার শহর।

এ সময় শহরের পাহাড়তলী এলাকায় দেয়াল চাপা পড়ে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এর আগে হামুনের প্রভাবে সকাল থেকেই কক্সবাজারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৭টা থেকে ভারী বৃষ্টি ও বাতাস শুরু হয়। এতে গাছপালা উপড়ে ও ডালপালা ভেঙে পড়তে থাকে। এরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা।

বিদ্যুৎ না থাকায় টেলিযোগাযোগসেবাও বিঘ্নিত হচ্ছে। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এ ছাড়া সন্ধ্যা থেকে মোবাইল নেটওয়ার্কেও জটিলতা দেখা দেয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি জানান, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে গাছপালা ভেঙে পড়ায় বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তবে কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বিদ্যুৎ বিভাগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.