খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল আউয়াল। ইসলামী আন্দোলন নির্বাচনের ফল বর্জনের ঘোষণা করেছে।
খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা দেওয়া হয়। আজ সোমবার রাতে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন ফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা মার্কা নিয়ে এক লাখ ৫৪ হাজার ৮৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল আউয়াল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬০হাজার ০৬৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শফিকুর রহমান (টেবিলঘড়ি) ১৭ হাজার ২১৮ ভোট, সাব্বির হোসেন (গোলাপ ফুল) ৬ হাজার ৯৬ এবং শফিকুল ইসলাম (লাঙল) ১৮ হাজার ৭৪ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, খুলনা সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাঁদের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন পুরুষ, ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন নারী। নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।