কক্সবাজারে পাহাড়ধসে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

0
153
কক্সবাজার শহরের পাহাড়তলীতে গভীর রাতে পাহাড় কাটার সময় মাটি চাপায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার তৎপরতা

কক্সবাজারের শহরের পাহাড়তলী এলাকার ইসলামপুরে পাহাড়ধসে ইয়াছিন আরাফাত (৩৪) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কয়েকজন শ্রমিক মিলে পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিল ওসমান সরওয়ার বলেন, গভীর রাতে হঠাৎ পাহাড় ধসে পড়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয় লোকজন মাটি সরিয়ে ইয়াছিনের মরদেহ উদ্ধার করেন। পাহাড় কাটার সময় বিশাল অংশ ধসে ইয়াছিনের ওপর চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, নিহত শ্রমিক ইয়াছিন মিয়ানমারের নাগরিক। তাঁর বাবার নাম মোস্তাক আহমদ। উখিয়ার বালুখালী আশ্রয়শিবির থেকে পালিয়ে এসে নিহত ইয়াছিন কয়েক বছর ধরে ইসলামপুরের একটি ভাড়া বাসায় সপরিবার বসবাস করে আসছেন। এখানে অনেক রোহিঙ্গা পালিয়ে এসে পাহাড় কেটে বসতি গড়ে থাকছেন। বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম অবস্থায় রয়েছে। এ অবস্থায় পাহাড় কাটা সহজ হয়, শ্রমিক খরচও কম হয়। গতকাল গভীর রাতে কয়েকজন শ্রমিক মিলে সরকারি পাহাড় কাটছিলেন। এ সময় পাহাড়ের একটি অংশ ধসে ইয়াছিন চাপা পড়েন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, পাহাড় কাটার সময় পাহাড়ের একটি খণ্ড চাপা পড়ে ইয়াছিনের মৃত্যু হয়েছে। মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.