এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩ পাচ্ছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য তাঁদের নাম ঘোষণা করা হয়েছে।
কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ইমদাদুল হক মিলনকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আর ‘রাইরিন্তার শেষ উপহার’ গল্পগ্রন্থের জন্য নবীন সাহিত্যিক শ্রেণিতে পুরস্কার পাচ্ছেন মাহবুব ময়ূখ রিশাদ।
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২০১৫ সালে ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ দেওয়া শুরু হয়। দেশের প্রবীণ ও নবীন এই দুই শ্রেণির কথাসাহিত্যিকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ পুরস্কার দেওয়া হয়। এর পর থেকে প্রতিবছর দুজন করে কথাসাহিত্যিককে দেওয়া হচ্ছে এ পুরস্কার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকা। এ ছাড়া তাঁদের ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হবে। ১০ নভেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।