নেইমারের হাঁটুর অস্ত্রোপচার আজ

0
110

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ১৭ অক্টোবরের ম্যাচে বড় ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। তার হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। সুস্থ হয়ে ফিরতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। যে অস্ত্রোপচারের কারণে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হবে তাকে।

নেইমারের ওই হাঁটুর অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার। ব্রাজিল জাতীয় দলের শল্য চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে তার এই সার্জারি হবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রাজিল কনফেডারেশন বিবৃতিতে বলেছে, বেলো হরিজেন্তে বৃহস্পতিবার নেইমারের অস্ত্রোপচার হবে। দলের চিকিৎসক লাসমার এই সার্জারি করাবেন।

ব্রাজিলের তারকা নেইমারের ক্যারিয়ার ইনজুরিময়। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। ২০১৮ বিশ্বকাপের আগে লম্বা সময় ইনজুরিতে ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ৪২৪ দিন ইনজুরিতে ছিলেন এই তারকা।

কাতার বিশ্বকাপের মধ্যে তিনি ইনজুরিতে পড়েছিলেন। বিশ্বকাপ শেষে ক্লাবের জার্সিতে ফিরেই ইনজুরিতে পড়ে ছয় মাস মাঠের বাইরে ছিলেন এই তারকা। ইনজুরি থেকে ফিরে পিএসজির হয়ে প্রাক মৌসুমের ম্যাচ খেললেও মৌসুম শুরুর আগে আল হিলালে যোগ দেন তিনি। সেখানে নিজের ফুটবল সৌন্দর্য দেখানোর আগেই মৌসুম শেষ তার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.