এক বিসিএসের কারণে অন্য বিসিএসের ফল আটকে থাকবে না

0
163
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আজ রোববার বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও ৪০তম বিসিএসের নন–ক্যাডার নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভার একটি সূত্র জানায়, কোনো একটি বিসিএসের কারণে অপর কোনো বিসিএসের ফলাফল আটকে থাকবে না। এর ফলে ৪১তম বিসিএসের ফলাফল ৪০তম বিসিএসের নন–ক্যাডার নিয়োগের সুপারিশের আগেই হতে পারে। এ দুই বিসিএসের ফলাফল কত দ্রুত দেওয়া যায়, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সাধারণত বিশেষ সভা শেষে ফলাফল ঘোষণা হয়। তবে আজ কোনো বিসিএসের ফলাফল প্রকাশ করা হচ্ছে না।

গত বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়। নন-ক্যাডারে পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর (২০২১ সালের আগস্টের শুরুতে) ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। তাঁদের ভাইভা হয়েছে। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন। ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.