ইংল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। বাজেভাবে আসর শুরু করলেও ইংল্যান্ডসহ দুই ম্যাচে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলে তো বটেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার পথে এগিয়ে যাওয়ার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৪১ রান করেছে শ্রীলঙ্কা।
সোমবার পুনে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ছোট ছোট জুটিতে এগোনো দলটি তিন বল থাকতে অলআউট হয়েছে। দলটির হয়ে ওপেনার পাথুন নিশাঙ্কা সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন।
তিনে নামা কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৯ রান। চারে নামা সাদিরা সামারাবিক্রমা ৩৬ রান করেন। পরে চারিথা আশালঙ্কা ২২, অ্যাঞ্জেলো ম্যাথুস ২৩ ও মহেশ থিকসানা ৩১ বলে ২৯ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন।
আফগানিস্তানের হয়ে পেসার ফজল হক ফারুরি ১০ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। স্পিনার মুজিব উর ২ উইকেট নিয়েছেন। আজমতউল্লাহ ও রশিদ খান নিয়েছেন একটি করে উইকেট।