আগুন থেকে বাঁচতে ১২ তলা থেকে লাফ দিয়েছিলেন মোহাম্মদ

0
186
আগুনে পুড়ে যাওয়া ভবন

পুলিশ বলেছে, আগুন লাগার পর ওই ভবন থেকে লাফিয়ে বা পড়ে গিয়ে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ভোলায়।

গুলশানে বহুতল ভবনে গতকাল সন্ধ্যায় লাগা আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে

মোহাম্মদ রাজুর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তাঁর পরিবার গ্রামে থাকত। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানিয়েছেন ভাই সজীব।

হাসপাতালের ব্যবস্থাপক মোস্তাকিম বাদশা বলেছেন, পরিবার ভোর পৌনে চারটার দিকে মোহাম্মদ রাজুর লাশ নিয়ে গেছে।

আজ সকাল থেকে বহুতল ওই ভবনে উদ্ধারকাজ শুরু করেছে অগ্নিনির্বাপক বাহিনী। তারা বলছে, ওই ভবনের ২৬টি ফ্ল্যাটে ২৩ পরিবার বসবাস করত। সেখানে খোঁজ করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

গুলশান-২-এর ১০৪ নং সড়কের বাসা-২/এ-এর সামনে সকালে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য।

গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১৯টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.