কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি উল্টে গেছে। লরির নিচে চাপা পড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী ডাউন লাইনে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর উল্টে দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত লরি ও অটোরিকশা সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৯টার টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।