বুসানে ‘অটোবায়োগ্রাফি’, দেশে দেখতে তর সইছেনা ফারুকীর

0
149

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ উৎসব হচ্ছে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হওয়া‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।  এবার এ  উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগ প্রদর্শিত হয় মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটি।

সেখানে প্রিমিয়ারও হয় ছবিটির। বাংলা ভাষায় নির্মিত ছবিটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন উৎসবে আগত বিভিন্ন ভাষাভাষি দর্শকেরা।আসরে বিভিন্ন বয়সী দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত নির্মাতা ফারুকী। উচ্ছ্বসির এই প্রতিক্রিয়া নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে জানিয়ে ফারুকী লিখেন, কিছু ফিল্ম স্পেশাল কারণ সেটা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা নয়! আমাদের দুর্বলতা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা নিয়ে রচিত এই ফিল্মগুলো! সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি এমনই একটি চলচ্চিত্র।আজ রাতে বুসান সিনেমা সেন্টার সিনেমাথিকে দুর্দান্ত প্রিমিয়ার স্ক্রিনিং হয়েছে! একটি ফিল্ম তখনই শেষ হয় না যখন শেষ স্ক্রোল রোল হয়। পরেও এটির প্রভাব থাকে। বুসান এবং আন্তর্জাতিক দর্শকরা আমাকে সেটি আবারও বিশ্বাস করিয়েছে! সবাইকে ভালোবাসি! বাংলাদেশে ছবিটি দেখার জন্য তর সইছে না।’

নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।  চলতি উৎসবে মর্যাদাপূর্ণ ‘কিম জিসুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয় ‘অটোবায়োগ্রাফি’। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে এই বিভাগে।

চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ফারুকী ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.