ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ায় বিমান হামলায় ছয় বছরের শিশুসহ ৫১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেশটির খারকিভের দক্ষিণ-পূর্ব হরোজা গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই। শুধুমাত্র বেসামরিক লোকজনকে লক্ষ্য করেই এ হামলা হয়। খবর বিবিসির।
খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ জানান, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। ২০২০ সালে এখানে জনসংখ্যা ছিল প্রায় ৫০১ জন। যার অর্থ, আজকের হামলায় ওই গ্রামের জনসংখ্যার ১০ শতাংশ নিহত হয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাহোর ক্লাইমেনকো বলেন, ওই শেষকৃত্য অনুষ্ঠানে প্রতিটি পরিবার থেকে লোকজন উপস্থিত ছিলেন। এটি একটি ভয়ানক ট্র্যাজেডি।
যুদ্ধের শুরুতে এ অঞ্চলটি রাশিয়ান বাহিনীর জন্য প্রধান সরবরাহ কেন্দ্র ছিল। কিন্তু কয়েক মাস যুদ্ধের পর ২০২২ সালের সেপ্টেম্বর এটি পুনরুদ্ধার করে ইউক্রেন।