গত বুধবার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ফ্লাইট রেকর্ডার উদ্ধার করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার তদন্তকারীরা। এসময় ঘটনাস্তল থেকে ১০টি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ (ইনভেস্টিগেটিভ কমিটি) এসব তথ্য জানিয়েছে।
ওই উড়োজাহাজের যাত্রীতালিকায় রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নামও ছিল। খবর আল-জাজিরার
ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে মলিকুলার জেনেটিক বিশ্লেষণের কাজ চলছে।
২৩ আগস্ট সন্ধ্যায় প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এ ঘটনার পর পশ্চিমা দেশগুলো এবং ক্রেমলিনের সমালোচকেরা বলে আসছেন প্রিগোজিনকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে রাশিয়ার হাত রয়েছে।