তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা

0
157
২০২১ সালের অক্টোবরে তিস্তা ব্যারেজে হঠাৎ পানি বৃদ্ধির ফলে বাংলাদেশের অনেক গ্রাম তলিয়ে গিয়েছিল।

ভারতের দার্জিলিং, সিকিম ও ভুটানের পাহাড়ে টানা বৃষ্টির কারণে বাংলাদেশের তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকাসহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।

আজ রোববার পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, গজলডোবা ব্যারেজ দিয়ে পানি ছাড়ছে ভারত। আজ বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৫৫১ কিউসেক পানি ছেড়েছে। তিস্তায় পানির স্তর বৃদ্ধি পাচ্ছে।

বন্যার আশঙ্কা ছাড়াও হরপা বানের সর্তকতা জারি করেছে প্রশাসন। বেলা আড়াইটায় তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে তিস্তা নদীর দুই পয়েন্টের পানি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.