জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে একাধিক কর্মকর্তা, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০

0
263
চাকরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে সাত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: রেজিস্ট্রার
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/ জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসার হিসেবে কমপক্ষে ১৪ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে অ্যাডিশনাল রেজিস্ট্রার পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ডেপুটি রেজিস্ট্রার পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে)–সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসার হিসেবে কমপক্ষে ১৫ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে অ্যাডিশনাল রেজিস্ট্রার পদে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ডেপুটি রেজিস্ট্রার পদে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা
  • ২. পদের নাম: কম্পট্রোলার
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি ও সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত /আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। সিএ ফাইনাল পাস/সিএমএ ফাইনাল পাস/সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সংশ্লিষ্ট ক্ষেত্রে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব/বাজেট–সংক্রান্ত কাজে অফিসার হিসেবে কমপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কম্পট্রোলার অফিসে অ্যাডিশনাল কম্পট্রোলার পদে অবশ্যই কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা কম্পট্রোলার অফিসে ডেপুটি কম্পট্রোলার পদে অবশ্যই কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিং/অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। সিএ ফাইনাল পাস/সিএমএ ফাইনাল পাস/সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সংশ্লিষ্ট ক্ষেত্রে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার পেতে পারেন। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব/বাজেট–সংক্রান্ত কাজে অফিসার হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কম্পট্রোলার অফিসে অ্যাডিশনাল কম্পট্রোলার পদে অবশ্যই কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা অথবা কম্পট্রোলার অফিসে ডেপুটি কম্পট্রোলার পদে অবশ্যই কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৩. পদের নাম: চিফ মেডিকেল অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), বিএমডিসি কর্তৃক প্রদত্ত সনদসহ কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস হতে হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিসিনে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। এফসিপিএস/এফআরসিএস/ এমআরসিপি/এমডি/সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অভিজ্ঞতা শিথিলযোগ্য। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত হাসপাতাল/প্রতিষ্ঠানে অফিসার হিসেবে চিকিৎসাকাজে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার/সমমানের পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা অথবা উপপ্রধান মেডিকেল অফিসার পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৪. পদের নাম: প্রধান প্রকৌশলী
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–২.৫–সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ–২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে স্বাধীনভাবে নির্মাণকাজ তত্ত্বাবধান করার ক্ষেত্রে প্রথম শ্রেণির পদমর্যাদাসম্পন্ন ইঞ্জিনিয়ার হিসেবে মোট ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাস করতে হবে। ক্যাম্পাসে বসবাস করতে ইচ্ছুক নন, এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৫. পদের নাম: পরিচালক (জনসংযোগ)
    বিভাগ: জনসংযোগ অফিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও জার্নালিজম/জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জার্নালিজম/জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাংবাদিকতায় জনসংযোগ কাজে কমপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক পদে তিন বছরের অভিজ্ঞতা অথবা উপপরিচালক/সমমান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/ অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৬. পদের নাম: পরিচালক (শারীরিক শিক্ষা)
    বিভাগ: শারীরিক শিক্ষা অফিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে), স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি ও শারীরিক শিক্ষায় কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমপিএড/বিপিএড ডিগ্রিধারী হতে হবে। শারীরিক শিক্ষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্তদের/শারীরিক শিক্ষায় পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে খেলাধুলা পরিচালনা ও তত্ত্বাবধানে এবং বিভিন্ন ধরনের শারীরিক শিক্ষাবিষয়ক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অফিসার হিসেবে কমপক্ষে ১৪ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক (শারীরিক শিক্ষা) পদে তিন বছরের অভিজ্ঞতা অথবা উপপরিচালক (শারীরিক শিক্ষা)/সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে)–সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং শারীরিক শিক্ষায় কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমপিএড/বিপিএড ডিগ্রিধারী হতে হবে। শারীরিক শিক্ষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্তদের/শারীরিক শিক্ষায় পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে খেলাধুলা পরিচালনা ও তত্ত্বাবধানে এবং বিভিন্ন ধরনের শারীরিক শিক্ষাবিষয়ক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অফিসার হিসেবে কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক (শরীরিক শিক্ষা) পদে চার বছরের অভিজ্ঞতা অথবা উপপরিচালক (শারীরিক শিক্ষা)/ সমমানের পদে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/ অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
  • ৭. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
    বিভাগ: পরিকল্পনা ও উন্নয়ন অফিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও অর্থনীতি/লোক প্রশাসন/পরিসংখ্যান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অথবা শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে) /জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও সিভিল ইঞ্জিনিয়ারিং/সমমানের ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএস ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, বিশেষ করে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পরিকল্পনা ও উন্নয়নকাজে অফিসার হিসেবে ন্যূনপক্ষে ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে তিন বছরের অভিজ্ঞতা অথবা উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/জিপিএ–৩.০০ (৪-এর মধ্যে)/জিপিএ–৩.৫০ (৫-এর মধ্যে) ও অর্থনীতি/লোকপ্রশাসন/পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, বিশেষ করে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পরিকল্পনা ও উন্নয়নকাজে অফিসার হিসেবে ন্যূনপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন পদে চার বছরের অভিজ্ঞতা অথবা উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: বহিস্থ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য/অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো শর্ত শিথিলযোগ্য।
    বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রারের কার্যালয় থেকে চাকরির নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রার বরাবর ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম, ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের খাম পাঠিয়ে আবেদন ফরম (অফিস বন্ধের দিন ব্যতীত অন্যান্য দিন অফিস চলাকালীন) সংগ্রহ করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে। এ ফরম পূরণ করে ১০ কপি দরখাস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি ও প্রতি সেটের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। এ আবেদনপত্রের হার্ড কপি ও সফট কপি সরাসরি ও রেজিস্ট্রারের registrar@juniv.edu এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ওপর ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা দিয়ে ওই জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৩।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.