চীনের পরমাণু ইউনিটের প্রধান পদে রদবদল করলেন শি জিনপিং

0
124

চীনের পরমাণু অস্ত্র ইউনিটের প্রধান পদে রদবদল করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। জেনারেল লি ইউচাওকে দায়িত্ব থেকে সরিয়ে নৌবাহিনীর সাবেক উপপ্রধান ওয়াং হুবিনকে এই পদে নতুন করে দায়িত্ব দিয়েছেন তিনি। এছাড়া তার সহকারী করা হয়েছে সু সিসেনকে।

জেনারেল লি ইউচাও চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের প্রধান ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদলের ঘটনা এটি।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসির ফেলো লিলি মরিস বলেন, এটি খুবই উল্লেখযোগ্য রদবদল। এর মাধ্যমে বোঝা যায়, কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে চীন।

এর আগে গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়। এক মাসের বেশি সময় ধরে লোকচক্ষুর অন্তরালে আছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.