চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সরকার দলীয় নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর এজেন্ট থাকলেও অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই। সরেজমিনে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে নির্বাচনে অংশ নেওয়া বাকি ৫ প্রার্থীর কোনো এজেন্টকে খুঁজে পায়নি।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি খুবই কম। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টকে খুঁজে পাননি খোদ দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররাও। ভোট শুরুর প্রথম ৫ ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১০ শতাংশের মতো।
চট্টগ্রাম-১০ আসনের ডবলমুরিং থানার প্রাণ হরি মডেল স্কুলের দুটি কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে দুই কেন্দ্রের কোনো বুথেই নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর একজন এজেন্টকেও পাওয়া যায়নি। ২৯ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২৬৭৯ জন হলেও ৫ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৪১টি। পাশের ২৮ নম্বর কেন্দ্রে মোট ২৭৮৪ ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩৫২টি। দুপুরে সরেজমিন গিয়ে কেন্দ্রের বাইরে ও ভেতরের প্রায় প্রতিটি কক্ষ অনেকটা ভোটার শূন্য দেখা গেছে।
জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, ‘ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট দায়িত্বে থাকলেও অন্য কোনো প্রার্থীর কোনো এজেন্টকে আমরা পাইনি। আমরা নিজেরাও বাইরে খোঁজাখুঁজি করে দেখেছি। কিন্তু দুপুর পর্যন্ত অন্য ৫ প্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি।’
অভিন্ন দৃশ্য দেখা গেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। এখানকার ১১৫ নম্বর কেন্দ্রে ৮টি বুথে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ৮টি বুথের প্রত্যেকটিতে নৌকার প্রার্থীর এজেন্ট উপস্থিত থাকলেও অন্য কোনো প্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি। এই কেন্দ্রেও ভোটার উপস্থিতি খুবই কম। ১১৫ নম্বর কেন্দ্রে ৩৩৫৭ জন ভোটারের মধ্যে ৫ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৪০টি। ১১৬ নম্বর কেন্দ্রে ২৩২০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৮১ জন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সঞ্জিত কুমার নাথ কেন্দ্রে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর কোনো এজেন্ট নেই বলে সমকালের কাছে স্বীকার করেন। সঞ্জিত কুমার নাথ বলেন, ‘অন্য ৫ প্রার্থীর কোনো এজেন্টকে খুঁজে না পাওয়ায় আমরাও বিব্রত। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও কোনো এজেন্ট কেন্দ্রে আসেনি। কেউ আমাদের সাথে যোগাযোগও করেনি।’
কেন্দ্রের নৌকার এক এজেন্ট শারমিন চৌধুরী বলেন, ‘নৌকার প্রার্থী ছাড়া আর কোনো এজেন্ট নেই। আমি সকাল থেকে এখানে আছি। আর কোনো প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে না আসায় তাদের আসনগুলো শুরু থেকেই খালি পড়ে আছে।’
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচন মনিটরিংয়ের জন্য ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সকাল ৮টা থেকে ১৫৬টি কেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।’
উপনির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসনটি গঠিত। এ নির্বাচনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার রয়েছেন।