ফেনীর সোনাগাজীতে পুকুরে ডুবে ছয় বয়সী এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জান্নাতুল মাওয়া। সে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। জান্নাতুল স্থানীয় চর লক্ষ্মীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চর লক্ষ্মীগঞ্জ এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা গিয়াস উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী ঘরে কাজ করছিলেন। তাঁর মেয়ে জান্নাতুল মাওয়া বাড়ির উঠানে খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে আসায় মেয়ে বাড়ির আরও কয়েকটি শিশুর সঙ্গে পুকুরে হাত-পা ধুতে যায়। এ সময় পুকুরঘাট থেকে পিছলে পড়ে পানিতে ডুবে যায় সে। পরে অন্য শিশুদের চিৎকার শুনে বাড়ির লোকজন দৌড়ে সেখানে গিয়ে উদ্ধার করে দ্রুত স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে জান্নাতুল মাওয়াকে মৃত ঘোষণা করেন। রাতেই জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ হোসেন বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সবাইকে যত্নশীল ও সচেতন হতে হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।