যদি উচ্চতাভীতি না থাকে, এই সেতু পেরোনো আপনার জন্য হয়তো একেবারেই ডাল-ভাত। তবু কল্পনা করুন, প্রায় ৬৬৪ মিটার লম্বা একটা সেতু; অথচ তার নিচে নেই কোনো পিলার, পুরোটাই স্রেফ ঝুলে আছে দুই প্রান্তের পাহাড়কে আঁকড়ে ধরে। মাঝপথ পর্যন্ত হেঁটে গেলে সেতুটি হয়তো হালকা দুলতে শুরু করবে। সেই সঙ্গে মনও কি দুলবে না? কদিন আগেই জার্মানিতে হয়ে গেল এমন এক সেতুর উদ্বোধন। নাম স্কাইওয়াক উইলিংটন।