২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে কলকাতার সিনেমায় অভিনয় শুরু হয়েছিল জয়া আহসানের। এরপর গত ১০ বছরে করেছিলেন আরও বেশ কয়েকটি সিনেমা। গত কয়েক বছরে ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’, ‘ঝরা পালক’, ‘অর্ধাঙ্গিনী’—পশ্চিমবঙ্গের একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। সে তুলনায় বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কলকাতায় কাজ করে জয়ার বড় পাওয়া কী? এ প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘আমি দ্বিতীয় একটা দেশ পেয়ে গিয়েছি। ছোটবেলা থেকে এত গল্প শুনেছি, ইন্ডিয়াকে কখনো আলাদা একটা দেশ ভাবতাম না। বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বলতেন ইন্ডিয়া আমাদেরই দেশ। বাবা সব সময় দুই দেশের কথা বলতে গিয়ে “আমরা” করেই বলতেন।’ ‘অর্ধাঙ্গিনী’ ছবির প্রচারে চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসান।ফেসবুক