কুড়িয়ে পাওয়া লাখ টাকার মালিকের সন্ধানে ফেসবুকে পোস্ট

0
160
কুড়িয়ে পাওয়া টাকা কাউন্টার মাস্টারকে দিচ্ছেন মো. আবু মুত্তালিব।

কাজে কুষ্টিয়ার কুমারখালীতে এসেছিলেন মো. আবু মুত্তালিব। কাজ শেষে বাসে বাড়ি ফিরছিলেন তিনি। বাসের মধ্যে তিনি প্রায় এক লক্ষাধিক কুড়িয়ে পান। সেই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

আজ শনিবার কুমারখালী উপজেলায় এ ঘটনা ঘটে।

আবু মুত্তালিব অবসরপ্রাপ্ত কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি কুষ্টিয়া পৌর শহরের সাদ্দাম বাজার এলাকার বাসিন্দা।

টাকার মালিকের খোঁজে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজ শনিবার বিশেষ কাজে কুমারখালী গিয়েছিলাম। আসার সময় বাসের মধ্যে ১ লাখ (+/-) টাকা কুড়িয়ে পেয়েছি। টাকা কাউন্টার মাষ্টার আরিফ সাহেবের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে আবু মুত্তালিব বলেন, বাসের সিটে প্রায় এক লাখ টাকা কুড়িয়ে পেয়েছি। ওই টাকা বাসের সহকারী তাকে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে আমি রাজি হয়নি। প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে কাউন্টার মাস্টারের কাছে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে কাউন্টার মাস্টার আরিফ বলেন, টাকা আমার কাছে আছে। তথ্য, প্রমাণ পেলে প্রকৃত ব্যক্তিকে টাকা ফেরত দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.