মার্কিন সংস্থার সহায়তায় ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন

0
151

এখন থেকে ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন। মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের (জিই) সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে হিন্দুস্থান এরোনটিকস লিমিটেড (হ্যাল)। এতদিন যুদ্ধবিমান ক্রয়ে কয়েকটি দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো ভারতকে। তবে এখন থেকে ভারত নিজেও এই ধরনের ইঞ্জিন তৈরি করবে।

বৃহস্পতিবার সংস্থার ‘এরোস্পেস’ বিভাগের সঙ্গে হ্যালের চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী দুই সংস্থা যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে। এক বিবৃতিতে এ তথ্য জানায় জিই।

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বৃহস্পতিবার জিইর চেয়ারম্যান এইচ লরেন্স কাল্পের সঙ্গে বৈঠক করেন মোদি।এর কিছুক্ষণ পরই এই চুক্তির কথা প্রকাশ্যে আনে সংস্থাটি।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনাক্রমে জেনারেল ইলেকট্রিক সংস্থা ভারতের সঙ্গে যৌথভাবে প্রযুক্তিগত কাজ করতে সম্মত হয়েছে।

ভারতীয় বিমানবাহিনী সম্প্রতি হালকা ও দ্রুতগামী যুদ্ধবিমান ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে। সেই সূত্রেই জেনারেল ইলেকট্রিক সংস্থার এফ৪১৪ ইঞ্জিনগুলি যৌথভাবে তৈরি করবে হ্যাল। জেনারেল ইলেকট্রিকের পক্ষ থেকে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের মাধ্যমেই আপাতত প্রযুক্তিগত কৌশল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ভারতে পাঠাবে তারা।

নিজেদের এফ৪১৪ ইঞ্জিন সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, অত্যাধুনিক এই ইঞ্জিন ভারত ও আমেরিকা দু’দেশকেই যুদ্ধক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.