জি এম কাদেরের মুখে সরকারের সমালোচনা, বিস্মিত আ. লীগের দুই এমপি

0
223
দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের মুখে বর্তমান সরকারের সমালোচনা শুনে বিস্ময় প্রকাশ করেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিনাজপুর-৫ আসনের মোস্তাফিজুর রহমান ফিজার ও চাঁদপুর-৪ আসনের শফিকুর রহমান।

রোববার সংসদের বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের সমালোচনা করতে পারেন। কিন্তু জি এম কাদের সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে কেন সমালোচনা করছেন তা তাঁরা বুঝতে পারছেন না।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে আসলেই আমরা কী মূলধারার সঠিক রাজনীতি চাই কি না? নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’

বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে- জি এম কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান বলেন, ‘বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে। অনেক কিছু বলেন। তিনি কেন বলেন সেটা আমরা বুঝি। কিন্তু জি এম কাদের সাহেবের দল শেখ হাসিনার কাছ থেকে সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে এই ধরনের অসত্য ভাষণ দেবেন কেন সেটা আমরা বুঝি না। আল্লাহ পাক কোরআন শরিফে বলেছেন, যত মোনাফেক আছে সবগুলো মিথ্যাবাদী। আমি ওনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন, কারও কাছ থেকে শুনেছেন।’

দিনাজপুর-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধী দলীয় উপনেতা বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমির খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জি এম কাদের সাহেব বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। টের পাচ্ছে না কেউ। নীরবেই হয়ে গেছে। শব্দ করে হওয়ার কথা। কিন্তু নীরবেই হয়ে গেছে। অর্থাৎ, আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে ছবক দিচ্ছে।’

দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে দাবি করে তিনি বলেন, ‘যারা দেখতে পায় না, তাদের চোখ অপারেশন করা দরকার। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষুর অন্তর খুলে দেন। এরা যেন ভালো করে দেখে আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে।’

মার্কিন ভিসানীতির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৭০ সালের সালের নির্বাচন কি ভালো ছিল না? তাদের উপদেশ শুনতে হবে! যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় তখন তারা মানবাধিকারের কথা বলেনি। এখন তারা নাকি গণতন্ত্রের জন্য ব্যস্ত।’

সরকারি দলের সংসদ সদস্য এবি তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে। বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণ করে, দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ নিজেরাই যথেষ্ট। কেউ নির্বাচন নিয়ে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’

সরকারি দলের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী শক্তি উঠেপড়ে লেগেছে। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.