যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

0
213
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ার রিচমন্ডে একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালে এর বাইরে ভিড়ের মধ্যে এক ব্যক্তি গুলি চালিয়েছেন। এতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন আরও পাঁচজন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর- রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্টের।

রিচমন্ড পুলিশপ্রধান রিক এডওয়ার্ড সংবাদ সম্মেলনে জানান, হঠাৎ গুলির শব্দে ভিড়ের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তাদের বয়স যথাক্রমে ১৮ ও ৩৬ বছর।

রিক জানান, গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে। অন্যরা ৩১, ৩২, ৫৫ ও ৫৮ বছর বয়সী। এদের মধ্যে ৩১ বছর বয়সী তরুণের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি মহামারির মতো অবস্থা তৈরি করেছে বন্দুক হামলা। এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বেড়েছে। ২০২৩ সালে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ দেশটিতে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। দেশটিতে জনসংখ্যার চেয়েও আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.