রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

0
127
গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন রাজবাড়ী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক ওরফে সৌরভ (৩৪) ও রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৪৭)। গ্রেপ্তার ইফতি হকের বাড়ি রাজবাড়ীর সজ্জনকান্দার বড়পুল এলাকায়। আর বিল্লালের বাড়ি চরলক্ষ্মীপুর গ্রামে।

রাজবাড়ী ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজবাড়ী পৌরসভার চরলক্ষ্মীপুর এলাকার হিরু সরদারের মুদিদোকানের সামনে থেকে এক বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতি হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চরলক্ষ্মীপুর গ্রামের বসতবাড়ি থেকে চার বোতল ফেনসিডিলসহ ছাত্রদল নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান খান বলেন, বিল্লালের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা চলমান রয়েছে। সেই সঙ্গে এই দুজনের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.