রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের প্রধান বন্দরনগরী সেভাস্তোপলে একটি জ্বালানি সংরক্ষণাগারে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে সেখানে আগুন লাগে। ড্রোন হামলা থেকেই এ অগ্নিকাণ্ড বলে দাবি ক্রিমিয়া কর্তৃপক্ষের।
কৃষ্ণ সাগরে রাশিয়ার যে নৌবহর আছে, তার ঘাঁটি সেভাস্তোপলে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর সেখানে একাধিক ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন এসব হামলা করছে বলে ধারণা।
মস্কোর নিয়োগ দেওয়া ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজভোজায়েভ আজ সকালে টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছেন, ‘কাজাছায়া বে ডিস্ট্রিক্টে একটি জ্বালানি সংরক্ষণাগার জ্বলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে ড্রোন হামলা করা হয়েছে।’
গভর্নর মিখাইল বলেন, প্রায় এক হাজার বর্গমিটার জায়গাজুড়ে আগুন জ্বলছে। জ্বালানি সংরক্ষণাগারে বিপুল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এমন ছবিও প্রকাশ করেছেন। তবে কেউ আহত হননি জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
মিখাইল রাজভোজায়েভ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। বেসামরিক অবকাঠামোর জন্য কোনো ঝুঁকি নেই।
এর আগে গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল, বন্দরনগরী সেভাস্তোপলে একটি ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।
২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে দখলে নেওয়ার পর থেকে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ নিয়ন্ত্রণ করছে রাশিয়া।