৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৩

0
389
মডেল: মোনালিসা মুন্নি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের ২৩তম পর্বে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ২০১২ সালে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্য কী?
ক. সুখী-সমৃদ্ধ সোনার বাংলা
খ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা
গ. ধর্মীয় প্রতিষ্ঠান ও কর্মস্থলে সুশাসন প্রতিষ্ঠা
ঘ. সামাজিক প্রতিষ্ঠান ও পরিবারে সুশাসন প্রতিষ্ঠা

২. নৈতিকতা শব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ক. ল্যাটিন
খ. আরবি
গ. গ্রিক
ঘ. ফেঞ্চ

৩. মূল্যবোধের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. সহনশীলতা
খ. সামাজিক ন্যায়বিচার
গ. শ্রমের মর্যাদা
ঘ. নীতি ও ঔচিত্যবোধ

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন সোয়া লাখের বেশি

৪. ‘Justice’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. জন স্টুয়ার্ট মিল
খ. ইমানুয়েল কান্ট
গ. রুশো
ঘ. প্লেটো

৫. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
ক. স্বচ্ছতা
খ. জবাবদিহিতা
গ. অংশগ্রহণ
ঘ. নৈতিক শাসন

৬. জাতিসংঘের মতে, সুশাসনের উপাদান কতটি?
ক. ৬টি
খ. ৮টি
গ. ৭টি
ঘ. ৯টি

৭. অধ্যাপক ডাইসির ‘আইনের দৃষ্টিতে সকলে সমান’—উক্তিটির মধ্যে কী প্রকাশ পেয়েছে?
ক. অর্থায়ন
খ. মানবাধিকার
গ. স্বজনপ্রীতি
ঘ. তথ্যপ্রবাহ

৮. গণতান্ত্রিক শান্তি তত্ত্ব সম্পর্কে রচিত ‘Perpetual Peace’ গ্রন্থটি কার লেখা?
ক. ইমানুয়েল কান্ট
গ. রুশো
খ. প্লেটো
ঘ. অ্যারিস্টটল

একই দিনে দুটি চাকরির ভাইভা থাকায় নার্ভাস ছিলাম

৯. মানুষের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, উচিত-অনুচিত ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত বিধিবিধানকে কী বলা হয়?
ক. মূল্যবোধ
খ. সততা
গ. নৈতিকতা
ঘ. সুশাসন

১০. কে ই-গভর্ন্যান্সকে ‘স্মার্ট সরকার ব্যবস্থা’ বলে আখ্যায়িত করেন?
ক. চন্দ্রবাবু নাইডু
গ. এফআই গ্লাউড
খ. অধ্যাপক ম্যাকাইভার
ঘ. ইএম হোয়াইট

১১. কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?
ক. সংস্কৃতি
খ. পরোপকার
গ. উন্নয়নমূলক
ঘ. রাজনীতি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে অনলাইনে ভি-রোল ফরম পূরণ করবেন যেভাবে

১২. ‘শ্যাডো প্যানডেমিক’ কী?
ক. কর্মস্থলে নারী ও শিশু নির্যাতন
খ. রাস্তায় নারী ও শিশু নির্যাতন
গ. পরিবারে নারী ও শিশু নির্যাতন
ঘ. সমাজে নারী ও শিশু নির্যাতন

১৩. ‘সুশাসন’ প্রত্যয়টি সর্বপ্রথম কার গ্রন্থে পাওয়া যায়?
ক. প্লেটো (রিপাবলিক)
খ. অ্যারিস্টটল (পলিটিকস)
গ. ইবনে সিনা (আল কানুন)
ঘ. কান্ট (ক্রিটিক অব জাজমেন্ট)

১৪. নৈতিক আত্মস্বার্থবাদের আধুনিক প্রবক্তা কে?
ক. ম্যুর
খ. ম্যাকেঞ্জি
গ. হব্‌স
ঘ. উইলি

১৫. জাতীয় শুদ্ধাচার কৌশলের স্লোগান কোনটি?
ক. ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ
খ. সুখী-সমৃদ্ধ সোনার বাংলা
গ. স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়
ঘ. সোনার বাংলা গড়ার প্রত্যয়

১৬. কীভাবে মূল্যবোধ নির্ধারিত হয়?
ক. সংস্কৃতি
খ. শিক্ষা
গ. নৈতিকতা
ঘ. সুশাসন

১৭. রাষ্ট্রের ‘পঞ্চম স্তম্ভ’ বলা হয় কোনটিকে?
ক. সুশীল সমাজ
খ. গণমাধ্যম
গ. বিচার বিভাগ
ঘ. নির্বাহী বিভাগ

১৮. বিশ্বব্যাংক সুশাসনকে উন্নয়নের অ্যাজেন্ডাভুক্ত করে কখন?
ক. সত্তর দশকে
খ. আশির দশকের প্রথমার্ধে
গ. আশির দশকের দ্বিতীয়ার্ধে
ঘ. নব্বই দশকের শুরুতে

১৯. ২০১২ সালে প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প কী?
ক. সুখী-সমৃদ্ধ সোনার বাংলা
খ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা
গ. ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা
ঘ. সামাজিক প্রতিষ্ঠান ও পরিবারে সুশাসন প্রতিষ্ঠা

২০. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলা হয়?
ক. মিথ্যাচার
খ. অনাচার
গ. সুশাসন
ঘ. শুদ্ধাচার

মডেল টেস্ট-২৩ (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)–এর উত্তর

১. খ। ২. গ। ৩. ঘ। ৪. ক। ৫. ঘ। ৬. খ। ৭. খ। ৮. ক। ৯. গ । ১০. ক ।
১১. ক। ১২. গ।  ১৩. ক। ১৪. গ।  ১৫. ঘ। ১৬. গ। ১৭. ক।  ১৮. গ।  ১৯. ক।  ২০. ঘ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.