পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হয় ছয় দল নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলটির ফ্র্যাঞ্জাইজিভিত্তিক এই লিগে দল বাড়ানোর কথা ভাবছে। বিষয়টি নিয়ে পিএসএলের গর্ভনিং কমিটি সভা করবে বলে জানা গেছে।
পিসিবি ফ্র্যাঞ্জাইজি মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোন আলোচনা শুরু করেনি। এছাড়া বর্তমান ফাইন্যান্স কমিটির অধীনে দল বাড়ানো হবে না বলেও জানানো হয়েছে। তবে ভবিষ্যতে অন্তত দুটি দল বাড়ানোর বিষয়ে আলাপ করবে বোর্ড।
পিএসএলে দল বাড়ানোর বিষয়ে বোর্ড চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘দল বাড়ানোর জন্য আমাদের খুব করে বলা হচ্ছে। কিন্তু এহসান মানি এবং রমিজ রাজা ফ্র্যাঞ্জাইজির সঙ্গে একটি চুক্তি করে গেছেন। যেখানে আগামী দুই বছর ছয় দল নিয়ে আসর অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা আছে।’
নাজাম শেঠি জানিয়েছেন, তাদের আরও দুটি দল বাড়ানোর পরিকল্পনা আছে। তবে আগামী দুটি মৌসুম শেষ হওয়ার পরই দল বাড়ানো হবে। দল বাড়ালে কোন ফ্র্যাঞ্জাইজির সুযোগ-সুবিধা কমে যাবে বলে মনে করেন না তিনি। বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, কোন একটা দল দুর্বল হয়ে পড়লে বোর্ড তার দায়িত্ব নেবে।
এছাড়া শেঠির দাবি, ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের দুনিয়ায় পিএসএলের যে মূল্য তাতে করে তারা ১০ দল নিয়ে পিএসএল আয়োজন করলেও কোন সমস্যা হবে না বলে মনে করেন তিনি। তার মতে, ১০ দল হলেও পিএসএলের সব স্বত্ব বিক্রি হয়ে যাবে।