দুর্গাপুরে বিজিবির গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

0
127
বারমারি-লক্ষ্মীপুর গ্রামে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নিহত।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের বারমারি-লক্ষ্মীপুর  গ্রামে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত ও জাইদুল ইসলাম (৩৮) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিজিবি সদস্য মো. মিনহাজ উদ্দিন (৫৩) আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দু’জন চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ইউএনও।

স্থানীয়রা জানায়, বারমারি-লক্ষ্মীপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রসিন্ত মারাকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। একই গ্রামের ইদ্রিস আলী ও আব্দুল মালেক জানান, রাতে তারাবি নামাজ চলাকালে হঠাৎ দুটি গুলির শব্দ শুনতে পান। নামাজ শেষ করে ঘটনাস্থলে যেতে চাইলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় জাইদুলকে দুর্গাপুর হাসপাতালে নেওয়া হচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা পুরো গ্রাম ঘিরে রেখে নিহত আমিনুল ইসলামের লাশ সীমান্ত সড়কে এনে হাসপাতালে পাঠান। পরে জানতে পারেন, বিজিবির গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ জাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বারমারি ক্যাম্পের হাবিলদার মো. মিনহাজ উদ্দিন আহত হন। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয় বারমারি ক্যাম্পের নায়েক সুবেদার আইনুল হকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

আর ৩১ বিজিবির অধিনায়ক আরিফুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, তিনি জানতে পেরেছেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে সুপারি আনার সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি পাহারায় লাশ হাসপাতালে রাখা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.