এরপর মঞ্চে হাজির হন তামান্না ভাটিয়া, নাচে মুগ্ধ করেন স্টেডিয়াম ও টিভি পর্দার সামনে থাকা দর্শকদের এএফপি
আজ পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তবে খেলার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে রাখেন রাশমিকা মান্দানা, তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিং। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তার একঝলক।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম মঞ্চে ওঠেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তাঁর গানের সুরে সুর মেলান স্টেডিয়ামে হাজির দর্শকেরা। অরিজিৎ গেয়ে শোনান ‘জাব হ্যারি মেট সেজাল’ সিনেমার ‘হাওয়ায়ে’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘দেবা’ ও ‘৮৩’ সিনেমার ‘ইন্ডিয়া জিতেগা’
এএফপি
এরপর মঞ্চে হাজির হন তামান্না ভাটিয়া, নাচে মুগ্ধ করেন স্টেডিয়াম ও টিভি পর্দার সামনে থাকা দর্শকদের
এএফপি
আইপিএলের উদ্বোধনীতে পারফর্ম করা নিয়ে তামান্না বলেন, ‘অরিজিৎ, রাশমিকার সঙ্গে পারফর্ম করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত অনুষ্ঠানের জন্য। করোনার পর এই প্রথম আইপিএলে এত বড় অনুষ্ঠান হচ্ছে। সেটাও খুব ভালো লাগছে’
এএফপি
সবশেষে মঞ্চে হাজির হন ‘ভারতের জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা। তিনি মঞ্চে হাজির হওয়ামাত্রই হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত দর্শকেরা,এএফপি
আইপিএলে পারফর্ম করা নিয়ে আগে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘অনেকবার চেয়েছি মাঠে বসে আইপিএলের ম্যাচ দেখতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব ভেবেই ভালো লাগছে’
কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে...
আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন–বাংলা ফুটবল সুপার কাপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা।
এ উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর...