মুশি-হৃদয়ের ব্যাটে ছুটছে বাংলাদেশ

0
153
ছবি: ইউসুফ আলী

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ভালো ব্যাটিং করছে বাংলাদেশ। লিটন দাস ও নাজমুল শান্তর ফিফটি করে ফিরলেও বড় সংগ্রহের পথে আছে স্বাগতিকরা।

বাংলাদেশ ৪০ ওভারে ৪ উইকেটে ২৪১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা তাওহীদ হৃদয় ২৩ ও মুশফিকুর রহিম ২৯ রানে খেলছেন।

এর আগে ফিফটি করে ওপেনার লিটন দাস ও নাজমুল শান্ত ফিরেছেন। লিটন ৭১ বলে তিনটি করে চার ও ছক্কায় ৭০ রান করেছেন। শান্ত ৭৬ বলে দুটি ছক্কা ও তিন চারে ৭৩ রান করে সাজঘরে ফিরেছেন।

এর আগে ওপেনার তামিম ইকবাল সেট হয়ে রান আউট হয়েছেন। তার ব্যাট থেকে চারটি চারের শটে ৩১ বলে ২৩ রান আসে। সাকিব আল হাসান ১৯ বলে ১৭ রান করে আউট হয়েছেন।

কন্ডিশনের সুবিধা নিয়ে প্রথম পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেছে আইরিশরা। প্রথম পাঁচ ওভারে তারা মাত্র ১৪ রান দেয়। পরের পাঁচ ওভারে আসে ২৮ রান। এর মধ্যে একটি উইকেটও তুলে নেয় তারা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.