বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতে এ ঘটনায় মামলা হয়। রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। সুমন পলাতক রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে গতকাল দুপুরে রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে পালিয়ে যান যুবলীগ নেতা নির্মলেন্দু দে। পরে রতন চৌধুরী ওটা সংগ্রহ করে কেন্দ্রে ফেরত দিয়ে যান। এ সময় সাংবাদিকেরা ছবি তোলেন।
কেন্দ্র থেকে ইভিএম নিয়ে বাইরে গেলেন নৌকার অনুসারী
উল্লেখ্য রতন চৌধুরী ও নির্মলেন্দু দে কেন্দ্রটিতে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম ওরফে রাজা মিয়ার পক্ষে কাজ করছিলেন। নির্বাচনে রেজাউল করিম জয়ী হন।