রিয়াদ অনেক করেছে, নতুন কাউকে দেখতে চাই: হাথুরু

0
124
ছবি; ইউসূফ আলী

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আয়ারল্যান্ড সিরিজে নতুনদের দেখা হবে। ওই নতুনদের দেখার ‘ফাঁদে’ দল থেকে বাদ পড়েছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রিয়াদ। এছাড়া এক সিরিজ পরেই বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে।

যদিও বিসিবির নির্বাচকরা বলেছেন, বাদ নয় তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। একই রকম কথা বলেছেন দ্বিতীয় মেয়াদে টাইগারদের হেড কোচ হওয়া চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনি বলেছেন, দলের পুলটা বড় করতে এবং বিশ্বকাপ মাথায় রেখে ক’জন ক্রিকেটারকে দেখতেই তাদের ওই সিদ্ধান্ত।

শুক্রবার হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় না, সে (মাহমুদউল্লাহ) তার সেরা সময় পেরিয়ে এসেছে। আমরা বিশ্বকাপের আগে দলের পরিধী বড় করতে চাই। আস্থা রাখার মতো আমাদের হাতে পর্যাপ্ত ক্রিকেটার থাকতে হবে। কাজটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে আমারা মাত্র ১৫টির মতো ম্যাচ পাবো। দায়িত্ব সামলাতে পারবে এমন ক্রিকেটারদের আমরা সেজন্য সুযোগ দিচ্ছি। রিয়াদও ওই বিবেচনায় আছে।’

রিয়াদের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে তরুণ তৌহিদ হৃদয়কে। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত টেম্পারমেন্ট দেখিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ। তবে হাথুরু এও পরিষ্কার করে দিয়েছেন, ওই জায়গায় কেউ ভালো খেলা মানে রিয়াদ দল থেকে বাদ নয়।

হাথুরু বলেছেন, ‘রিয়াদ দলের জন্য অনেক করেছে। তার অনেক অভিজ্ঞতা। আমরা জানি সে দলের জন্য কী। আমরা চাই, আন্তর্জাতিক ক্রিকেটে তার ওই জায়গায় অন্য কেউ দাঁড়াক। আন্তর্জাতিক পর্যায়ে ওই কাজটা কেউ করতে পারে কিনা সেটা দেখাও জরুরি। এর মানে এই নয় যে, কেউ রিয়াদের জায়গায় ভালো খেললে রিয়াদ বাদ। সে এখনও আমাদের পরিকল্পনায় আছে।’

দেশের সেরা টেস্ট বোলার তাইজুল ইসলামের জায়গায় আয়ারল্যান্ড সিরিজে নাসুম আহমেদ সুযোগ দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন লঙ্কান কোচ, ‘আমরা বোলিং ইউনিটটা বড় করতে চাই। তাইজুল আমাদের টেস্টের সেরা বোলার। ইংল্যান্ডের বিপক্ষে সে খুবই ভালো করেছে। আমরা জানি সে প্রস্তুত। এখন নাসুমকে সুযোগ দিতে চাই। সেও ভালো করলে, বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত দু’জনকে পাবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.