নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, আমরা তা পালনে প্রস্তুত: আইজিপি

0
140
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, এটা চূড়ান্ত। আর নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা তা পালন করতে প্রস্তুত আছি।’

সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, অ্যাডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট উপভোগ করেন।

আইজিপি বলেন, ‘দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আর সেই হিসেবে বলবো যে, পুলিশের প্রযুক্তিগত দক্ষতা বা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারণেই আমরা জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে ইতিপূর্বেও আইনশৃঙ্খলাজনিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতএব আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলাতেও সক্ষম আমরা। যে কোনো বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.