চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, কক্ষ ভাঙচুর

0
177
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

তিন দিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। কক্ষ দখল নিয়ে সংঘর্ষের ঘটনার জেরে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা। এ সময় ওই হলের অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬ টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আলাওল হলের কক্ষ দখল নিয়ে গত ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংঘর্ষে জড়ান বিজয়ের দুই গ্রুপ। সেই ঘটনার জেরে আজ আবার সংঘর্ষে জড়িয়েছেন তারা।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম বলেন ,’ছুটির দিনে হলে আমরা কেউ ঘুমাচ্ছিলাম, কেউ মাঠে খেলছিল। হঠাৎ করে এফ রহমান হল ও আলাওল হলের কিছু ছেলে আমাদের গ্রুপের কর্মীদের উপর হামলা করে। কক্ষ ভাঙচুর করে ওরা। আমরা সেটা প্রতিহত করেছি।’

এই অভিযোগ মিথ্যা বলে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘২১ শে ফেব্রুয়ারির দিনের যে সমস্যা হয়েছিল ঐ ঘটনার রেশ ধরেই আজ ঝামেলা হয়েছে। সোহরাওয়ার্দী হলের এক জুনিয়র কর্মী আলাওল হলের মাঠে খেলতে গেলে বাকবিতণ্ডা হয়। এটা নিয়েই সংঘর্ষ হয়েছে।’

এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান,এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে দু-পক্ষই একে অপরকে দোষারোপ করছেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.