হরিণের চামড়ার বিকিনিতে ঝড় তুলেছিলেন তিনি

0
175
রাকুয়েল ওয়েলচ
১৯৪০ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগোয় জন্ম রাকুয়েল ওয়েলচের। বড় হয়েছেন ক্যালিফোর্নিয়ায়

১৯৪০ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগোয় জন্ম রাকুয়েল ওয়েলচের। বড় হয়েছেন ক্যালিফোর্নিয়ায়
ছবি : সংগৃহীত
টিনএজেই মডেল হিসেবে নাম কামিয়েছিলেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে অবশ্য যেনতেন ধরনের চরিত্র করেছেন। ১৯৬৬ সালে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ মুক্তির পর পরিচিতি পান

টিনএজেই মডেল হিসেবে নাম কামিয়েছিলেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে অবশ্য যেনতেন ধরনের চরিত্র করেছেন। ১৯৬৬ সালে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ মুক্তির পর পরিচিতি পান
টুইটার
তবে তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে যায় ১৯৬৬ সালের সিনেমা ‘ওয়ান মিলিয়ন ইয়ারস বিসি’র পোস্টার মুক্তির পর

তবে তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে যায় ১৯৬৬ সালের সিনেমা ‘ওয়ান মিলিয়ন ইয়ারস বিসি’র পোস্টার মুক্তির পর
আইএমডিবি থেকে নেওয়া
ছবির পোস্টারে হরিণের চামড়ার বিকিনি পরে ঝড় তুলেছিলেন অভিনেত্রী

ছবির পোস্টারে হরিণের চামড়ার বিকিনি পরে ঝড় তুলেছিলেন অভিনেত্রী
এএফপি
পোস্টারটি দ্রুতই পরিণত হয় সবচেয়ে বেশি বিক্রি হওয়া পোস্টারে, পরে যা হয়ে ওঠে সিনেমার ইতিহাসেরই অংশ

পোস্টারটি দ্রুতই পরিণত হয় সবচেয়ে বেশি বিক্রি হওয়া পোস্টারে, পরে যা হয়ে ওঠে সিনেমার ইতিহাসেরই অংশ
আইএমডিবি থেকে নেওয়া
‘আবেদনময়ী’ তকমা সেঁটে যাওয়ায় একই ধরনের বহু চরিত্রই করেন রাকুয়েল

‘আবেদনময়ী’ তকমা সেঁটে যাওয়ায় একই ধরনের বহু চরিত্রই করেন রাকুয়েল
টুইটার
তাঁর অন্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘হান্ড্রেড রাইফেলস’, ‘লেডি ইন সিমেন্ট’, ‘ময়রা ব্রেকিনরিজ’, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ ইত্যাদি। শেষেরটির জন্য গোল্ডেন গ্লোব জেতেন তিনি

তাঁর অন্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘হান্ড্রেড রাইফেলস’, ‘লেডি ইন সিমেন্ট’, ‘ময়রা ব্রেকিনরিজ’, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ ইত্যাদি। শেষেরটির জন্য গোল্ডেন গ্লোব জেতেন তিনি
পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩০টি সিনেমা ও ৫০টি টিভি শো করেন রাকুয়েল ওয়েলচ

পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩০টি সিনেমা ও ৫০টি টিভি শো করেন রাকুয়েল ওয়েলচ
আইএমডিবি থেকে নেওয়া
ক্যারিয়ারের শেষের দিকে পরচুলা, গয়না, প্রসাধনসহ নানা ধরনের ব্যবসায় জড়িয়েছেন রাকুয়েল ওয়েলচ

ক্যারিয়ারের শেষের দিকে পরচুলা, গয়না, প্রসাধনসহ নানা ধরনের ব্যবসায় জড়িয়েছেন রাকুয়েল ওয়েলচ
টুইটার
রাকুয়েল ওয়েলচের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। ২০০৮ সালে চতুর্থ স্বামী রিচি পালমারের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি

রাকুয়েল ওয়েলচের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। ২০০৮ সালে চতুর্থ স্বামী রিচি পালমারের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি
এএফপি
. ষাট ও সত্তর দশকের দর্শকের কাছে আবেদনময়ী তারকা বলতে রাকুয়েল ওয়েলচের নামই প্রথম মাথায় আসে। তবে এই ‘আবেদনময়ী’ পরিচয় নিয়ে আক্ষেপ ছিল অভিনেত্রীর। সেটা বোঝা যায় ২০১০ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ক্লিভেজ’ পড়লে

. ষাট ও সত্তর দশকের দর্শকের কাছে আবেদনময়ী তারকা বলতে রাকুয়েল ওয়েলচের নামই প্রথম মাথায় আসে। তবে এই ‘আবেদনময়ী’ পরিচয় নিয়ে আক্ষেপ ছিল অভিনেত্রীর। সেটা বোঝা যায় ২০১০ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ক্লিভেজ’ পড়লে
এএফপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.