বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, ইউনিয়ন পর্যায়ে ভিন্ন ধরনের এ কর্মসূচি সফল করতে ইতিমধ্যে কেন্দ্র থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সংঘাত এড়িয়ে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। একেকটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সেই ইউনিয়নের এক জায়গায় সমবেত হয়ে তারপর পদযাত্রা শুরু করতে বলা হয়েছে। পদযাত্রার রাস্তা হবে কমপক্ষে দেড় থেকে দুই কিলোমিটার পথ। এর মধ্যে জনবহুল এলাকা, বিশেষ করে গ্রামের হাটবাজারগুলোর ওপর দিয়ে পদযাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদযাত্রা কর্মসূচি ঘিরে দেড় কোটি প্রচারপত্র ছাপা হয়েছে। তা আজ সারা দেশে বিলি করা হবে পদযাত্রা কর্মসূচি থেকে। সরকারের ‘গণবিরোধী’ কার্যকলাপ, দুর্নীতি, দলীয়করণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ এবং চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি—এসব বিষয় তুলে ধরা হয়েছে