সৃষ্টিকর্তা আমাকে নতুন জীবন দিয়েছেন: আবদুল হামিদ

0
196
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আজমারিন গ্রামে বসবাস ওসামা আবদুল হামিদের। সোমবার ভোরের ভূমিকম্পের সময় স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ভবন ধসে পড়ার সময় অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে বেঁচে গেছেন তারা।

ইদবিলের পশ্চিমে দারকুশ শহরের একটি হাসপাতালে ভূমিকম্পের ভয়াবহতার বর্ণনা করছেন আব্দুল হামিদ। মার্কিন বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, অ্যাপার্টমেন্টে আমি ও আমার পরিবার ঘুমে ছিল। হঠাৎ করে শক্তিশালী কম্পনে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দৌড় দেই। কিন্তু ভবনের দরজায় পৌঁছার আগেই পুরো ভবন আমাদের ওপর ধসে পড়ে। একটি কাঠের দরজা আমাদের ঢাল হয়ে রক্ষা করে। সবাই জীবিত বের হতে পারি।

আব্দুল হামিদ, তার স্ত্রী ও তিন সন্তান মাথায় আঘাত পেয়েছেন। তবে তাদের সবার অবস্থা স্থিতিশীল।

কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, ভবনটি ছিল চার তলা। তিন তলার কেউ জীবিত নেই। সৃষ্টিকর্তা যেন আমাকে নতুন জীবন দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.