বিমানের চাকা ফেটে ওসমানী বিমানবন্দরের রানওয়ে বন্ধ

0
167
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এতে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, ১৪৮ যাত্রী নিয়ে বোয়িং-৭৩৭ মডেলের বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুপুর সোয়া ১টার দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। এ সময় বিকট শব্দে বিমানের একটি চাকা ফেটে যায়। এ ঘটনা পর বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বিমানের চাকা মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। রানওয়ে ক্লিয়ার করতে আরও ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে। যাত্রীদের লাউঞ্জে রাখা হয়েছে। তাদের অন্য বিামনে ঢাকায় পাঠানো হবে।

ওই বিমানের যাত্রী মোস্তাক হায়াত খান জানান, হঠাৎ বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এরপর বিমানটিতে ঝাকুনি শুরু হয়। আমাদের মনে হয়েছে আমরা যেন দুলছি। এ সময় যাত্রীদের সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকারও শুরু করেন।

মোস্তাক হায়াত বলেন, ঝাকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা কমান। এরপর আবার উড্ডয়নের চেষ্ঠা করেন। তখন ফের ঝাকুনি শুরু হয়। পরে পাইলট খোঁজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা ফেটে গেছে। এরপর পাইলট রানওয়েতে বিমানটি থামাতে সক্ষম হন। প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের ভেতরে আনা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.