কুমিল্লায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে নিহত ২

0
187

ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন আরেকজন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে তিন ডাকাড পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি পাহারারত গ্রামবাসী দেখে তাদের বেদম মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নুরুল ইসলাম নুরু এবং মো. ইসমাইল নামে দুজনের মৃত্যু হয়। শাহজাহান নামে অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।’

নিহত নুরুর বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে ও ইসমাইল হোসেনের বাড়ি উপজেলার পালাসুতা গ্রামে।

দারোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে। তাই স্থানীয় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। তিন ডাকাত পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের পিটুনিতে দুজন মারা গেছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.