বলিউড তারকারা সাধারণ নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন না। কিন্তু তাঁরা না করলে কী হবে, প্রেমের খবর কি আর চাপা থাকে? আনুশকা শর্মা-বিরাট কোহলি, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং থেকে কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রারা বিয়ের আগপর্যন্ত কেউই প্রেমের কথা স্বীকার করেননি। তবে প্রতিদিনই তাঁদের সম্পর্কের কথা উঠে আসত গণমাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই সময়ের কথিত প্রেমিক জুটির খবর।


গত বছরের থার্টি ফার্স্ট নাইটে কেবল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্কই প্রকাশ্যে আসেনি, জানা গেছে অভিনেত্রী তৃপ্তি দিমরি ও কর্ণেশ শর্মার প্রেমের খবর। তাঁরা স্বীকার না করলেও দুজনের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমেইনস্টাগ্রাম থেকে

অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলা নন্দা ও অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার খবর কিছুদিন আগেই আলোচনায় আসে। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতেও একসঙ্গে পাওয়া যায় তাঁদের। এ ছাড়া সিদ্ধার্থের একই র্যাম্প শোতেও দর্শক আসনে হাজির ছিলেন নব্যাইনস্টাগ্রাম থেকে

তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যায়, একে অন্যের জন্মদিনে আলাদাভাবে শুভকামনা জানান কিন্তু অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ কেউই প্রেমের কথা স্বীকার করেননিইনস্টাগ্রাম থেকে

বলিউড তারকা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে অভিনেত্রী শ্বেতা তেওয়ারির কন্যা পলক তিওয়ারির প্রেমের গুঞ্জনের মধ্যেই তাঁদের এক পার্টিতে দেখা গেছে। গতকাল বুধবার রাতে মুম্বাইয়ে অভিনেতা করণ মেহতার জন্মদিনের পার্টিতে ছিলেন তাঁরা। দুজনই কালো রঙের পোশাক পরেছিলেন। তবে তাঁরা একসঙ্গে আসেননি, আলাদা সময়ে পার্টিতে এসেছেনইনস্টাগ্রাম থেকে