২৬ বার এভারেস্ট জয় করে রেকর্ড পাসাং দাওয়ার

0
80
এভারেস্ট

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট একবার জয় করাই যেখানে স্বপ্নের মতো, সেখানে পরপর ২৬ বার এভারেস্ট জয় করেছেন নেপালি পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা (৪৬)। গত রোববার ২৬তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। খবর সিএনএনের

পর্যটন কর্মকর্তা বিজ্ঞান কৈরালা জানিয়েছেন, এর আগে নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন।

পাসাং দাওয়ার নিয়োগকর্তা হাইকিং কোম্পানি ইমাজিন নেপাল ট্র্যাক্সের কর্মকর্তা দাওয়া ফুতি শেরপা জানিয়েছেন, পাসাং একজন হাঙ্গেরিয়ান পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন। দাওয়া ফুতি শেরপা জানান, তাঁরা এখন শীর্ষ থেকে নেমে আসছেন। ভালো আছেন তাঁরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.